প্রাইভেট কারে ১০০০ লিটার মদ, অতঃপর যা হলো…

একটি প্রাইভেট কারেই বিপুল পরিমান চোলাই মদ এবং গাঁজা নিয়ে রওনা হয়েছেন চার যুবক। এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর  আলমাস সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালি থানা পুলিশ। এ অভিযানে ২০ কেজি গাঁজা এবং এক হাজার লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুন) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহীন, রনজিত তালুকদার, শিবলু দাশ এবং সজল কর্মকার।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদ ভিত্তিতে  শুক্রবার রাতে একটি প্রাইভেটকারে তল্লাশী করে ২০ কেজি গাঁজা এবং ১ হাজার লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা প্রাইভেট কারটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave A Reply

Your email address will not be published.