পাহাড়ের ধারে পড়ে ছিল হাতির মৃতদেহ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। আজ শনিবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের দুইল্লাঝিরি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, সকালে পাহাড়ের ধারে কাজ করতে গিয়ে মৃত হাতিটি দেখতে পান স্থানীয় লোকজন। জায়গাটি চাম্বল বন বিট কার্যালয় থেকে আনুমানিক এক-দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত। পরে বন বিভাগকে জানানো হলে তাঁরা সেখানে পৌঁছান।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটির বয়স দেড় থেকে দুই বছরের বেশি হবে না। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় খাবারের খোঁজে বের হয়ে হাতিটি পাহাড় থেকে নিচে পড়ে মারা গেছে। ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।