তথ্যমন্ত্রীর বিরুদ্ধে অনলাইনে ভিডিও, মামলার আসামি লাখো মানুষ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবার সদস্যদের কথিত দুর্নীতির ভিডিও আপলোড, লাইক, শেয়ার ও কমেন্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যম (ইউটিউব-ফেসবুক) ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রোববার (১৯ জুন) রাতে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে নগরীর চকবাজার থানায় মামলাটি করেন।
তিনদিন আগে ‘নাগরিক টিভি’ নামে ফেসবুক-ইউটিউব পেজে তথ্যমন্ত্রীর কথিত দুর্নীতির ভিডিওটি আপলোড করা হয়। এ ঘটনায় নাগরিক টিভির অ্যাডমিন মার্কিন প্রবাসী ইউটিউবার নাজমুস সাকিবসহ সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন এইচ এম কামাল, আজাদ শাহাদাত, সানি প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খোন্দকার ইসলাম এবং হাজী হারুন রশিদ।
এ ছাড়া যারা ‘নাগরিক টিভি’র ওই ভিডিওতে লাইক, কমেন্টস ও শেয়ার করেছেন তারাও আসামি হবেন বলে মামলার বাদী তার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে যারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন তারাও আসামির তালিকা থেকে বাদ যাবেন না। সবার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২), ২৬(২), ২৯(১) এবং ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।
নাগরিক টিভির ফেসবুক পেইজে দেখা যায়, ভিডিওটিতে ৭২ হাজার মানুষ লাইক দিয়েছেন। ভিডিওটি শেয়ার করেছেন ৩০ হাজার মানুষ, কমেন্ট করেছেন ২ হাজার ৩০০ মানুষ। এ ছাড়া নাগরিক টিভির ইউটিউব পেজে ভিডিওটিতে লাইক দিয়েছেন ১১ হাজার সাবস্ক্রাইবার, কমেন্ট করেছেন ৯৩৫ জন। সে হিসেবে মামলার আসামি হবেন লক্ষাধিক মানুষ।