উপকারভোগী ৩ কোটি ভোটে চট্টগ্রামের ৬টি আসনের বিজয় নিশ্চিতঃ আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের তিন কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে। এই তিন কোটি উপকারভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর ৩টি এবং শহর সংলগ্ন ৩টি আসনসহ মোট ৬টি আসনে বসবাস করেন দলের সদস্যসহ তাদের যদি আমরা সমর্থন আদায় করতে পারি তাহলে আগামী নির্বাচনে এ ৬ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শনিবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সাবেক সিটি মেয়র নাছির বলেন, বিগত বছরগুলোতে বর্তমান সরকারের যে সাফল্য ও অর্জন, তার বৃত্তান্ত ভোটারদের কাছে এখন থেকেই তুলে ধরে তাদের মন জয় করে নিতে হবে।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এবং চাঁন্দগাও থানা আওয়ামী লীগের সমন্বয়ক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মো. আলমগীর।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শোক প্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট ধৃতিমান আইচ। এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, হাজী আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, মো. জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মো. শামসুল আলম সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফুল আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন।

Leave A Reply

Your email address will not be published.