অর্ধেক মূল্যে পশুরহাট ইজারা
অনুমোদিত দুই বাজারের ইজারাদার পায়নি চসিক
চট্টগ্রাম সিটি করপোরেশন আসন্ন ঈদুল আযাহ উপলক্ষ্যে ১০ দিনের জন্য এই দুইটি বাজারসহ সাতটি বাজার ইজারা দিয়েছে। কোনো দরপত্র না পাওয়ায় ইজারায় হয়নি ৪০নং ওয়ার্ডে অনুমোদিত দুই বাজার। চসিকের দায়িত্বশীল সূত্র তথ্যগুলো নিশ্চিত করেছে।
এদিকে ৪০নং ওয়ার্ডস্থ পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পার্শ্বে টিএসপি মাঠ ১১ লাখ ৫১ হাজার, একই ওয়ার্ডস্থ সিআইপি জসিমের মাঠ ১ লাখ ৭০ হাজার, ২৬নং ওয়ার্ডস্থ বড়পোল সংলগ্ন গোডাউনের পরিত্যক্ত মাঠ ৪ লাখ, ৩নং ওয়ার্ডস্থ ওয়াজেদিয়া মোড় ১ লাখ ৭৫ হাজার এবং ৩৯নং ওয়ার্ডস্থ আউটার রিং রোড, সিডিএ বালুর মাঠ ৮৫ লাখ টাকায় ইজারা দিয়েছে চসিক।
রোববার (১৮ জুন) শেষদিনে টেন্ডার খোলা পর বাজারের ইজারামূল্য কম পাওয়া নিয়ে পুনঃবিজ্ঞপ্তি প্রচারে সময় না থাকা এবং বেশি দর না পাওয়ার সম্ভাবনা না থাকায় কম মূল্যেই বাজারগুলো ইজারা অনুমোদন করেছে কমিটি।
এ ছাড়া খেঁজুরতলা বেড়িবাঁধ সংলগ্ন খালি মাঠ এবং মুসলিমাবাদ টিকে গ্রæপের খালি মাঠ এর বিপরীতে কোনো দরপত্র না পাওয়া এবং পুনঃবিজ্ঞপ্তি প্রচারে সময় না থাকায় বাজারটি ইজারা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দরপত্র মূল্যায়ন কমিটি।